ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সাকিবের স্ক্যান সম্পন্ন, ফলাফল জানা যাবে সন্ধ্যায়

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে পুরো ম্যাচে মাঠে থাকা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করে নিজেই ফিল্ডিং করতে গেলে কুঁচকিতে টান লাগে। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। আজ সকালে সাকিবের স্ক্যান করা হয়েছে বলে জানান বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী।


স্ক্যানের রিপোর্ট পাওয়া যাবে সন্ধ্যায়। এরপরই জানা যাবে আসলে সাকিবের অবস্থা কী। এর আগে ফিজিও জুলিয়ান ক্যালেফাতের অধীনে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ ছিলেন তিনি।


ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সে লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

ads

Our Facebook Page